News:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়টি ২০১৩ সালে আত্মপ্রকাশ করে। একটি মানসম্মত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর কলেজ হিসেবে প্রতিষ্ঠা লাভের উদ্দেশ্যে শুরু থেকেই এই প্রতিষ্ঠান নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পুঁথিগত শিক্ষার পাশাপাশি সারাবছর কলেজে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কর্মসূচি পরিচালিত হয়। কারণ দক্ষ জাতি গঠনে গুণগত শিক্ষা যেমন প্রয়োজন, সেই সাথে মানসিক বিকাশের জন্যে সাহিত্য সংস্কৃতি, ক্রীড়া, বিতর্ক, বিজ্ঞান ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমকে বেগবান রাখা সমান গুরুত্বপূর্ণ। উল্লিখিত উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষে এই কলেজের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস অব্যাহত রয়েছে। আমি আশাবাদী আমাদের সম্মিলিত প্রয়াসে সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গঠনে আমরা অবশ্যই সফল হব এবং সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকবিরোধী সমাজ গঠনে এই মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ অবদান রাখবে। শিক্ষা কেবল মানুষকে শিক্ষিতই করে না বরং মানবিক গুণাবলি দ্বারা সমৃদ্ধ করে দেশ ও জাতির স্বার্থে আত্মোৎসর্গে উদ্বুদ্ধ করে। আমাদের প্রাণপ্রিয় এ শিক্ষা প্রতিষ্ঠানকে অভীষ্ট লক্ষে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের ঐক্যবদ্ধ প্রত্যয়।



পাইক মোঃ নূরুল ইসলাম
অধ্যক্ষ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়, উত্তরা, ঢাকা